Home
 
কলারোয়ায় জাসদের মশাল মিছিল
রাজনীতি - 23/04/2018
কলারোয়ায় আনন্দ ও মশাল মিছিল করেছে জাসদ। রবিবার ২২ এপ্রিল সন্ধ্যার পর উপজেলা সদরে ওই মিছিল বের করে দলটি। আগামি সোমবার ২৩এপ্রিল সকাল ১১টায় কলারোয়া পাবলিক ইন্সটিটিউট চত্বরে অনুষ্ঠিতব্য উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সম্মেলন ও কাউন্সিল সফল ও সার্থক করতে প্রচার মিছিলটির আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীরা আগুন প্রজ্জ্বলন করে মশাল মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com