Home
 
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে যুবককে মারপিট
আইন ও আদালত - 05/04/2018
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে নুরুল ইসলাম নামের এক যুবককে ব্যাপক মারপিট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের একটি মাছের ঘেরে। আহত নুরুল ইসলাম (৩৪) পার্শ্ববর্তী রায়টা গ্রামের মৌলভী রুহুল আমীনের পুত্র। আহত নুরুল ইসলাম জানান, ‘মঙ্গলবার দুপুরে নীলকন্ঠপুরের একটি মাছে ঘেরের জমিতে রোপনকৃত বোরো ধানে পানি দিতে যান তিনি। শ্যালো মেশিন স্টার্ট করে মেশিনঘরে টোঙে শুয়ে ছিলেন। কিছুক্ষণ পর অপরিচিত এক ব্যক্তি টোঙ ঘর এলাকায় ঘোরাফেরা করে চলে যায়। এর পরপরই ৭/৮জন ব্যক্তি ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট আছে অভিযোগ এনে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, চোখ বেঁধে উলঙ্গ করে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করে। অনেক্ষণ নির্যাতনের পরে তারা হ্যান্ডকাপ ও চোখের বাধন খুলে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এসময় তিনি অজ্ঞাত ওই ব্যক্তিদের একজনের হাতে একটি পিস্তল দেখতে পায়।’ অতিকষ্টে সেখান থেকে বাড়িতে ফিরে পরিবারের সাথে বিষয়টি জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তিদের খুজে পাননি। তবে ওই অজ্ঞাত ব্যক্তিরা নীলকন্ঠপুরের জনৈক মোস্ত’র বাড়িতে নাস্তা করে চলে যায় বলে আহত নুরুল জানান। সন্ধ্যায় কলারোয়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আহত নুরুল বাড়িতে অবস্থান করছে বলে জানা গেছে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে, ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা এমন ঘটনায় ওই এলাকায় জনমনে ভীতি ও আতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com