Home
 
কলারোয়ায় গাঁজাসহ এক মহিলা
ইয়াবাসহ এক যুবককে আটক

আইন ও আদালত - 14/04/2018
কলারোয়ায় গাঁজাসহ এক মহিলা আর ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ১৩ এপ্রিল শুক্রবার রাতে পৃথক অভিযানে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো- ১’শ গ্রাম গাঁজাসহ উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত মমিন শেখের মেয়ে জহুরা বেগম (৪৫) এবং ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ভোলা জেলার ফরিদ ডিলারের পুত্র মো.পারভেজ (২৮)। থানা সূত্রে জানা গেছে- ১৩ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশের পৃথক টিম উপজেলার দলুইপুর গ্রামের মেমোরিয়াল ক্লিনিকের সামনে থেকে পারভেজকে ২০পিচ ইয়াবাসহ আটক করে। একই রাত সাড়ে ৭টার দিকে জহুরাকে তার বাড়ি থেকে ১’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশনায় পৃথক ওই অভিযান পরিচালনা করেন এসআই সিরাজুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এএসআই এজাজ মাহমুদ ও এএসআই সাগর আলী। আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।


 গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com