Home
 
কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক
এক বাংলাদেশিকে হস্তান্তর

আইন ও আদালত - 25/04/2018
ভারতে আটক এক বাংলাদেশিকে কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। হস্তান্তরকৃত জুয়েল রানা (২৬) পটুয়াখালীর মরিচ বুনিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ভাদিয়ালী সীমান্তের ১৩/৩ এসএর ৬ আরবির ১নং পোস্টের নিকট বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে তাকে হস্তান্তর করা হয়। বিজিবি সূত্র জানায়- জুয়েল রানা অবৈধভাবে বিনা পার্সপোটে ভারতে প্রবেশ করলে সেখানকার হাকিমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে ভারতের হাকিমপুর ক্যাম্পের এসআই বাদুরিয়া ও বাংলাদেশের কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার রতন কুমার অদ্যের নেতৃত্বে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে জুয়েল রানাকে হস্তান্তর করা হয়। তাকে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা করে সোপর্দ করা হয়েছে। এদিকে, মঙ্গলবার রাতে কলারোয়ার ধানদিয়া-জয়নগর থেকে ১৬ গার্ড ভারতীয় শাড়ী কাপড়, একটি ইঞ্জিন ভ্যান ও একটি ডায়াং ৮০ সিসি মটরসাইকেল জব্দ করেছে ঝাউডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা। এসময় কোনো আসামি আটক করা যায়নি বলে জানায় দায়িত্বরত এফএস শাহাদাত।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com