Home
 
জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’
সমালোচনার মুখে নোবেল

বিনোদন - 15/07/2019
‌‌ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় একের পর গান গেয়ে বিচারক ও দর্শকদের মন জয় করে নিয়েছেন ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল। জনপ্রিয়তার পাশাপাশি ‘ভুল’-এর কারণে হয়েছেন সমালোচিতও। এবার আবারও ভুল করলেন নোবেল। গান গাওয়ায় কোনো ভুল নয়, ভুল হয়েছে শিল্পীর পরিচিতি দিতে গিয়ে। গতকাল শনিবার ‘সারেগামাপা’র আসরে নোবেল গেয়ে শোনান প্রিন্স মাহমুদের কথা ও সুরে ব্যান্ডশিল্পী হাসানের তুমুল জনপ্রিয় গান ‘এত কষ্ট কেন ভালোবাসায়’। তবে গাওয়ার আগে নোবেল ভুল করে এর পরিচিতি দিতে গিয়ে জানান, এটি আর্ক ব্যান্ডের গান। প্রিয় শিল্পীর এমন ভুল ভক্তদের পাশাপাশি শিল্পীও মেনে নিতে পারছেন না। বিষয়টি নিয়ে এরই মধ্যে ফেসবুক দুনিয়ায় সমালোচনার ঝড় বইছে। নোবেলের এমন ভুল প্রসঙ্গে কথা বলেছেন গানটির গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ নিজেও। তিনি বলেছেন, ‘দুঃখিত, “এতো কষ্ট কেন ভালবাসায়” আর্ক ব্যান্ড এর গান না। এটা ১৯৯৮-এ রিলিজ হওয়া, আমার কথা ও সুরে আমার মিক্স অ্যালবাম “শেষ দেখা”র গান, হাসান গেয়েছিল।’ এদিকে, রিমন নামের একজন ফেসবুকে লিখেছেন, নোবেল অত্যন্ত ধূর্ত। সে ‘বাবা’ গান গেয়ে প্রিন্স মাহমুদ ভাইয়ার নাম না বলে সবার তোপের মুখে পড়ে ফেসবুকে এসে কান্নাকাটি করে মাফ চাইল। প্রিন্স মাহমুদ ভাইয়া মাফ করে দিলেন। এরপর ‘মা’ গানে সে প্রিন্স মাহমুদের নাম বলে নাই। জেমস গুরুর নাম এমন ভাবে বলে মনে হয় জেমস তার বন্ধু। এদিকে সান্তনু মৈত্রকে স্যার স্যার করতেসে। কিন্তু জেমস, হাসান, যেন তার বন্ধু। এই ছেলে অন্যের গান গেয়ে স্টার! সে ইচ্ছাকৃতভাবে একই ভুল বারবার করছে। এভাবে কতদূর আগাতে পারবেন? সাময়িক খ্যাতি পেয়ে ধরাকে সরা জ্ঞান করা উচিৎ না। ফয়সাল আহমেদ নামে একজন লিখেছেন, ‘ভালো গান গাইতে হলে গানকে ভালোবেসে বুকে ধারণ করতে হয়। আর তার জন্য গানের ইতিহাস, উৎপত্তি নিয়ে গবেষণা/পড়াশুনা করতে হয়। গীতিকারের মনের কোন অবস্থায় গানখানি লিখা, তা অনুভব করতে হয়।’ এর আগে, নোবেল প্রথম সমালোচনায় আসেন ‘সারেগামাপা’তে প্রিন্স মাহমুদের কথা ও সুরে জেমসের ‘বাবা’ গান গেয়ে। ওই সময় গানের গীতিকার ও সুরকারের নাম না বলে বির্তকে জড়িয়ে পড়েন এই গায়ক। পরে অবশ্য এমন ভুলের জন্য ক্ষমাও চেয়েছিলেন নোবেল।

সূত্র -দৈনিক আমাদের সময়
 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com