Home
 
চন্দুনপুর থেকে জালালাবাদ ........
কলারোয়ায় আতংক বৃদ্ধি, করোনা সনাক্ত ৭জন

আজকের কলারোয়া - 02/06/2020
কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে নতুন এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় ৭ জন করোনা পজিটিভ হলেন। এরমধ্যে ৬ জন চন্দনপুর এবং অপরজন জালালাবাদ ইউনিয়নের। জানা গেছে, আক্রান্ত যুবক ঢাকার নারায়নগঞ্জে একটি কোম্পানিতে চাকুরী করেন। সম্প্রতি করোনা উপসর্গ দেখা দিলে ১জুন সোমবার নিজ বাড়ি কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামে চলে আসে। এরআগে গত ৩০ মে নারায়নগঞ্জের স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। ২জুন মঙ্গলবার এসএমএসযোগে পজিটিভ আসে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, গত ৩০ মে নারায়ণগঞ্জে ওই যুবকের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার এসএমএস এ প্রাপ্ত (আইডি ৬৫০২) রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তিনি বলেন, বিষয়টি জানার পরই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন তার বাড়িসহ পাশ্ববর্তী কয়েকটি বাড়ি লক ডাউন করেছে। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত যুবককে চিকিৎসা ও পরামর্শ দিচ্ছে একইসাথে তার মনোবল বৃদ্ধির জন্য উৎসাহ দেয়া প্রদান করছে বলে জানান। এদিকে উপজেলায় নতুন আরো এক জন করোনা পজিটিভের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


 গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com