Home
 
১৪দলীয় জোট সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে
---------- কলারোয়ায় এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

রাজনীতি - 25/04/2018
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘শিক্ষার কোন বিকল্প নেই। প্রাথমিক শিক্ষা মজবুত হলে সারা শিক্ষা জীবন মজবুত হতে বাধ্য। আর সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন, পর্যায়ক্রমে স্কুলগুলোতে আধুনিক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।’ বুধবার ২৫ এপ্রিল বিকেলে কলারোয়া উপজেলার দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪দলীয় জোট সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ ৭০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়টির নতুন ভবন নির্মান করা হয়েছে। নতুন ভবনের ফলক উম্মোচন অনুষ্ঠানে দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, তালার নগরঘাটা ইউপি চেয়ারম্যান এম কামরুজ্জামান। অনুষ্ঠানে মাস্টার আক্তারুজ্জামান, মাস্টার নিরাঞ্জন কুমার ঘোষ, মেম্বর শহিদুল ইসলাম, বাবরালী মধু, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও জেলা কৃষকলীগ সদস্য এম আইউব হোসেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com