Home
 
কলারোয়ায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা
শিক্ষা - 05/04/2018
কলারোয়ায় সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪এপ্রিল সকাল ১০টায় কলারোয়া গার্লস হাইস্কুলের হলরুমে ওই প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সেরা মেধার সন্ধানে উপজেলার বিভিন্ন কলেজ, হাইস্কুল ও মাদরাসার শতাধিক শিক্ষার্থীরা ‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’, ‘ভাষা ও সাহিত্য’, ‘গণিত ও কম্পিউটার’ এবং ‘বিজ্ঞান’ বিষয়ে লিখিত ও মৌখিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস ও গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। বিচারকের দায়িত্বে ছিলেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোমিন গাজী, দিব্যেন্দু সরকার, ইকবাল হাসান, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের আনিছুল হক ও সফুরুন্নেছা মহিলা কলেজের প্রভাষক অমিত। দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন প্রতিযোগিতায় পরিদর্শনে আসেন। প্রতিযোগিতা চালাকালীন সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষখ আমানুল্লাহ আমান, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুর রব, মাস্টার হুমায়ুন কবীর মিঠু, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক শামসুর রহমান লাল্টুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক। উপজেলা পর্যায়ের বিজয়ীরা ৫ এপ্রিল সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় অংশ নেবে ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com