Home
 
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জন্ম বার্ষিকী উদযাপন

স্বাস্থ্য - 15/04/2018
রবিবার সকালে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেছে। বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে বেলা সাড়ে ১০টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ-হাসপাতালের সভাপতি মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিআরটিএ’র চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। এছাড়া অন্যন্যেদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন- বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, অধ্যাপক এমএ ফারুক, ডা. আনিছুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান আমজাদ হোসেন, কলেজ অধ্যক্ষ ডা. এমএ বারিক, সহকারী অধ্যাপক ডা. আশিকুর রহমান, ফাতেমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. এমএ বারিক।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com