Home
 
কলারোয়ায় বন্ধুর চিকিৎসার অর্থ সংগ্রহে
চিত্রাংকন প্রদর্শনী

আর্টস - 05/04/2018
কলারোয়ায় বন্ধুর চোখের চিকিৎসার অর্থ সংগ্রহে বন্ধুদের চিত্রাংকন প্রদর্শনী অব্যহত রয়েছে। ৫এপ্রিল বৃহষ্পতিবার কলারোয়ার বামনখালি হাইস্কুলে অনুষ্ঠিত হয়ে গেলো এসএসসি’র ফলপ্রার্থী নাঈম হাসান শাওন ও ৮ম শ্রেণির ছাত্রী শোহানা আশরাফ প্রাপ্তির ৬ষ্ঠ চিত্রাংকন প্রদর্শনী। সকাল ১১টার দিকে ফিতা কেটে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন হাইস্কুলের প্রধান শিক্ষক শফিউল আজম। এরপর নামমাত্র ১০ টাকার শুভেচ্ছা মূল্যের টিকিটের বিনিময়ে শিক্ষার্থীরা উপভোগ করে চিত্রাংকন প্রদর্শনীটি। আয়োজক সূত্র জানায়- কলারোয়া পাইলট হাইস্কুলের এসএসসি’র ফলপ্রার্থী রাসেল আলমের একটি চোখের নার্ভ দূর্ঘটনা বশত নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হতে বসেছে তার অপর চোখটিও। তার চিকিৎসার জন্য প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা প্রয়োজন। কিন্তু শিক্ষার্থীবন্ধু রাসেল আলমের দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম কৃষক পিতার পক্ষে সেটা বহন করা প্রায় অসম্ভব। এমন অবস্থায় তার পাশে দাঁড়িছে এসএসসি’র ফলপ্রার্থী নাঈম হাসান শাওন ও তার সহপাঠীরা। বন্ধুর চোখের চিকিৎসার সহায়তা করতে নাঈমের রং-পেন্সিল গ্রুপ ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করছে তাদের-ই আঁকা চিত্রাংকনগুলো। কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সদ্য প্রাক্তন ছাত্র নাঈম হাসান শাওন ও ৮ম শেনীর ছাত্রী শোহানা আসরাফ প্রাপ্তির আঁকা চিত্রাংকন গুলো যৌথভাবে প্রদর্শীত হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে। তাদের ওই মহতী আয়োজনে নাঈমের সহপাঠী ইসমাঈল, শান্ত, রিফাত, যুবায়ের, হাসান, সাজু, মাহফুজ, ফিরোজ ও আসিফ সহযোগিতা করছে চিত্র প্রদর্শনী থেকে প্রাপ্ত টাকা ব্যয় করা হবে সহপাঠী বন্ধু রাসেল আলমের চিকিৎসার জন্য। উল্লেখ্য এর আগে কলারোয়া গার্লস হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ চিত্র প্রদশর্নীর আয়োজন করা হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com