দাম যাই হোক তা না হলে গরু বাঁচানো যাবে নাকলারোয়ায় বিচুলির দাম চড়া, বিপাকে খামারিরা
05/04/2018
কলারোয়ায় বিচুলির দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন গরুর খামারিরা। বর্তমানে গো- খাদ্য হিসেবে খড় বা বিচুলির দাম আকাশ ছোঁয়া হওয়া উপজেলার বিভিন্ন অঞ্চলেরর গরুর খামারিদের মাথায় হাত। খড়ের দাম এভাবে বাড়তে থাকলে খামারিদের খামার বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না- এমনটাই মনে করছেন।
সরেজমিনে বিভিন্ন হাটবাজার ও খামার ঘুরে দেখা গেছে- অনেক খামারি কোনো চাকরি না পেয়ে আশায় বুক বেঁধে গরুর খামার শুরু করেছে, শুরুতে ভালোই চলছিল খামার কিন্তু বর্তমানে খড়সহ বিভিন্ন গো- খাদ্যের দাম চড়া হওয়ায় তারা ভাবছে খামার বাদ দিয়ে অন্য পেশায় চলে যাবে।
উপজেলায় খোরদো হাটে গিয়ে দেখা...বিস্তারিত
|
|