|  
 | পুকুরে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত মৃত্যু হলো কলারোয়া থানার  এসআই  রাশেদুল ইসলামের আজকের কলারোয়া -
29/05/2022
 পুকুরে গোসল করার সময়  সাঁতার কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে   সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)  রশেদুল ইসলাম (৪০)   এর মৃত্যু হয়েছে। 
রবিবার (২৯ মে)  সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া থানা পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে জানিয়েছেন কলারোয়া থানা   অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা৷ 
উপ-পরিদর্শক  (এসআই)  রশেদুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। 
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম জানান,  সকাল নয়টা ৫০ মিনিটের দিকে কলারোয়া থানা পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা  অচেতন অবস্থায়  এসআই রশেদুল ইসলামকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসে। এসময় প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে দেখা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে  মৃত্যু বরন করেছেন৷ হাসপাতালের সকল কার্যক্রম শেষে পুলিশ মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তরের জন্য নিয়ে যায়৷
কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো: ওবায়দুল্লাহ বলেন, থানা পুলিশের এক এসআই গোসল করার সময় আকস্মিক পানিতে ডুবে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ থানা অফিসার ইনচার্জ  নাসির উদ্দিন মৃধা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে জানালে তাৎক্ষণিক স্টেশন লিডার ওবায়দুল্লাহর নেতৃত্বে  একটি  টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে দুই মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় ডুবে যাওয়া পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়৷
কলারোয়া থানা   অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম গত দেড়মাস আগে কলারোয়া থানায় এসআই  হিসেবে যোগদান করে কর্মরত ছিলেন৷  সকালে থানা পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে  পুকুটের পানিতে ডুবে যায়৷  ওসি ববলেন, বিষয়টি তাৎক্ষণিক কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের লিডার ওবায়দুল্লাহ’র নেতৃত্বে একটি দল  পুকুর থেকে অচেতন অবস্থায় রাশেদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা   স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷ নিহত রাশেদুলের   স্ত্রী,  দুই মেয়ে ও এক ছেলে আছে৷ 
ওসি নাসির উদ্দীন মৃধা সাংবাদিকদের জানান, 
প্রথমিক সুরতহাল ও ময়নাতদন্ত  শেষে রবিবার  দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের  কার্যালয় প্রাঙ্গণে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়ছে।
 
 
 
 |