| 
কলারোয়ায় বিধবা ভাতার টাকা প্রদান
 
আজকের কলারোয়া -
10/06/2020
 
কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ৩৩৩ জন বিধবা ও অসহায় স্বামী পরিত্যক্তা মহিলাদের ছয় মাসের ভাতার টাকা প্রদান করা হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল ১০টা থেকে উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে সোনালী ব্যাংকের কর্মকর্তারা এ ভাতার টাকা বিতরন করেন। 
উপজেলা সমাজসেবা অফিস ও সোনালী ব্যাংক কর্মকর্তারা জানায়, উপজেলার হেলাতলা ইউনিয়নের ৩৩৩ জন বিধবা ও অসহায় স্বামী পারিত্যক্তা তালিকাভুক্ত মহিলাদের মাঝে গত ৬ মাসের ভাতা বাবদ জনপ্রতি ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। সরকারি নির্দেশনা মেনে এবং করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩৩৩ জন ভাতাভোগীদের মাঝে মোট ৯ লাখ ৯৯ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। 
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনকে সাথে নিয়ে ভাতা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন সোনালী বাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক শেখ সালাউদদ্দীন চঞ্চল। এসময় ভাতার টাকা নিতে আসা বিধবা ও অসহায় মহিলারা সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনার জন্য সন্তোষ প্রকাশ করেন।
ভাতার টাকা প্রদান কার্যক্রম পরিচালনা করেন সোনালী বাংকের  সিনিয়ার অফিসার (ক্যাশ) আবুল কালাম আজাদ।    
 
 
 
 
 
 |