Home
 
কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায়
সাজাপ্রাপ্ত আসামি সাবেক যুবদণ সভাপতিন মৃত্যু

আজকের কলারোয়া - 27/08/2022
কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি জাবিদ রায়হান লাকি (৪৫) মারা গেছেন। কারা পুলিশের হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। জাবিদ রায়হান লাকি জেলার কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, সাতক্ষীরার কারাগারে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি কারাগারে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা কারারক্ষী পুলিশের হেফাজতে তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই একই মামলার বিস্ফোরক পার্টে সাক্ষ্যগ্রহণ শুরু হলে তাকে খুলনা থেকে সাতক্ষীরা আদালতে হাজিরা দিতে আনা হয়। হাজিরা শেষে তাকে আবারও সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়। এর কিছুদিন পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে কারারক্ষী পুলিশ হেফাজতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা জানান, আগে তিনি স্ট্রোক করেছিলেন। ডায়াবেটিস ও ফুসফুসে ইনফেকশনসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানতে চাইলে সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, দণ্ডপ্রাপ্ত লাকির অনিয়ন্ত্রিত ও অতিমাত্রায় ডায়বেটিস ছিল। তা ছাড়া তার শরীরের বামপাশ অবশ ছিল। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ চিকিৎসা করাতে অবহেলা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সঠিক নয়। আমরা তাকে এর আগেও খুলনায় নিয়ে গেছি। কেউ মারা গেলে এমন অভিযোগ বাস্তবসম্মত নয়।’


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com