|
কলারোয়া উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকে১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
স্বাস্থ্য -
26/04/2018
কমিউনিটি ক্লিনিকের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে কলারোয়া উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকগুলোতে।
সাতক্ষীরা সিভিল সার্জেন কার্যালয়ের সহযোগিতায় ২৬এপ্রিল বৃহষ্পতিবার সকাল থেকে কলারোয়া উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন কর হয়। র্যালী পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করে আর ক্লিনিক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’- স্লোগানে প্রান্তিক গ্রামীন জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জনগণের দোড়গোড়ায় পৌছে দিচ্ছে কমিউনিটি ক্লিনিকগেুলো।
উপজেলার হিজলদী, কাদপুর, বয়ারডাঙ্গা, জালালাবাদ. দমদম, পানিকাউরিয়া, নাকিলা, সিংগাসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে রালী ও আলোচনার সভার মাধ্যমে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
হিজলদী কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি শেফালী খাতুনের পরিচালানয় ও ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডব্লিউএ ফেরদৌসী খাতুন, সমাজসেবক শহিদুল ইসলাম, সার্ভিস ম্যান রুনা খাতুন, শিরিনা পারভীন প্রমুখ।
সিংগা কমিউনিটি ক্লিনিকের অনুষ্ঠানে সিএইচসিপি অামজাদ হুছাইনের পরিচালনায় ও ইউপি সদস্য ওসমান গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন কলারোয়া হাসপাতালের স্যানেটারি ইন্সপেক্টর শফিকুর রহমান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার, স্বাস্থ্য সহকারি শরিফুল ইসলাম, সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ প্রমুখ।
দমদম ক্লিনিকের সিএইচসিপি আফরোজা শিরিনের পরিচালনায় ও অনুষ্ঠানে ইউপি সদস্য আব্দুল মাজেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিইপিআই কাজী নাজমুল হাসান, স্বাস্থ্য সহকারি মিজানুর রহমান, এফডব্লিউএ শিরিনা আক্তার, সাংবাদিক শামসুর রহমান লালটু প্রমুখ।
|