Home
 
খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি
পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

আইন ও আদালত - 24/08/2025
খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগষ্ট) সকাল ১০ টা থেকে দিনব্যাপী খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কানিজ ফাতিমা লিজা এর সভাপতিত্বে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্দেশনামূলক আলোচনা করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইউনিয়নের ৬৮ জন চেয়ারম্যান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার দীপেন সাধক রনি, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ক্লাস্টার- এ, প্রকল্প সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম, ইউএনডিপি'র প্রজেক্ট কো-অডিন্যাশন কর্মকর্তা এইচ এম সোহেল রানাসহ গ্রাম আদালত প্রকল্পের ডিআরটি সদস্যবৃন্দ। কর্মশালায় গ্রাম আদালত প্রকল্পের বার্ষিক অগ্রগতি বিষয়ে বিস্তারিত ও উন্মুক্ত আলোচনা এবং আগামীতে আরো ভালো কাজ করতে কি কি করণীয় সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প খুলনা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com