Home
 
মানবতার সেবায় কাজ করতে চাই
ঢাকা সরোওয়ারর্দী মেডিকেলে কলারোয়ার নাফিজ

আজকের কলারোয়া - 09/04/2022
কলারোয়ার নাফিজ আলম ঢাকা সরোওয়ারর্দী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। সে কলারোয়া পৌরসদরের পুরাতন খাদ্য গুদাম সংলগ্ন এলাকার মোবাশ্বেরুল আলম (হেলাল) ও মমতাজ খাতুনের ছেলে। সম্প্রতি প্রকাশিত দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএসে চান্সপ্রাপ্ত মেধা তালিকায় নাফিজ আলম স্থান পেয়েছেন। কলারোয়ার সন্তান নাফিস ছোট থেকে অত্যন্ত মেধাবী । কৃতিত্ব দেখিয়েছেন শিক্ষাজীবনে সব পরীক্ষায়। সে ২০১৯ সালে কলারোয়া সরকারি জিকে এমকে পাইলট হাইস্কুল থেকে এসএসসিতে এ প্লাস এবং ২০২১ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কেেলজ থেকে এইচএসসিতেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরআগে নাফিজ আলম কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে পিএসসি পরীক্ষায় এ প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি ও ২০১৬ সালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল থেকে জেএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। এদিকে নাফিস আলম এ সাফল্যের জন্য নিজ পিতা-মাতা ও তার শিক্ষকদের অবদানের কথা স্বীকার করে বলেন, ভবিষ্যতে ডাক্তার হয়ে আত্মমানবতার সেবায় কাজ করতে পারি সে জন্য সকলের দোয়া প্রার্থনা করছি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com