|
কাঁদছে মানবতা... নয়নকে শেষ বিদায় দিলেন হাজারো মানুষ
আজকের কলারোয়া -
11/04/2022
ব্লাড ক্যান্সারের কাছে হার মানলো কলারোয়ার প্রিয় মুখ নয়ন (২২)। রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
মেধাবী ছাত্র নয়ন সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সন্মান দ্বিতীয় বর্ষের চলমান শিক্ষার্থী ও উপজেলার বাপ্পি টেলিকমে (মোবাইল) রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত ছিল।
কলারোয়া পৌরসদরের ৮নং ওয়ার্ডের মুরারীকাটি গ্রামের ভ্যানচালক রুহুল আমিনের ছেলে নয়ন পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ও নিজের লেখাপড়ার খরচ যোগাতে কলারোয়া বাপ্পি টেলিকমে রিপ্রেজেনটেটিভ কাজের সাথে লেখাপড়া চাাচ্ছিলো।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত ৪ মাস আগে নয়নের গায়ে জ্বর অনুভব করলে পরে রক্ত পরীক্ষায় বøাড ক্যান্সার নামক জটিল দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। সম্প্রতি শারিরীক অবস্থার মারাত্মকভাবে অবনতি ঘটলে প্রথমে রাজধানীর মহাখালী ক্যন্সার ইনস্টিটিউটে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মৃত্যু বরন করেন।
এদিকে নয়নের মৃতদেহ রাতেই ঢাকা থেকে গ্রামের বাড়ি মুরারীকাটি নিয়ে আসা হয়। সোমবার (১১ এপ্রিল) মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রথম ও বেলা ১২টায় নিজ গ্রাম মুরারীকাটিতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে নয়নকে শেষ বিদায় দিতে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নছর, কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুলসহ তার সহপাঠী এবং উপজেলার হাজারো মানুষ।
নয়ন যে দোকানে কাজ করতো তার পাশের ব্যবসায়ী ইমানুর রহমান জানান, নয়ন ছিলো ভদ্র ও নরম স্বভাবের একটি ছেলে। সবসময় মুখে হাসি লেগেই থাকতো। জানা মতে কারো সাথে কোনরকম ঝামেলাও হয়নি তার। অথচ ফুটফুটে অল্প বয়সী সেই ছেলেটি আজ বøাড ক্যান্সারে না ফেরার দেশে চলে গেলো।
এদিকে হাস্যোজ্জ্বল সদালাপী অল্প বয়সী তরুণ নয়নের বেদনাদায়ক মৃত্যুতে কলারোয়া উপজেলা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মানুষ ডুকরে কাঁদছে প্রিয় নয়নের জন্য।
প্রসংগত; প্রতিভাবান নয়নের ব্যয়বহুল চিকিৎসার টাকা যোগাড় করতে তাঁর সহাপীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সাধ্য মতো পাশে দাঁড়াতে শুরু করেছিলেন। নয়নের চিকিৎসায় ২৮ থেকে ৩০ লাখ টাকা লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে কিছু অভিমান নিয়ে চির বিদায় নিলেন কলারোয়ার এই দরিদ্র মেধাবী ছাত্র নয়ন।
|