Home
 
সাফজয়ী মাসুরা এলেন নিজ এলাকায় ..
কলারোয়ায় সংবর্ধন, আলাইপুরে ঘর নির্মানের ব্যবস্থা

আজকের কলারোয়া - 06/10/2022
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য কলারোয়ার সন্তান ডিফেন্ডার মাসুরা পারভীন ও তাঁর পরিবারকে সংবর্ধনা প্রদান করেছে কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এসংবর্ধনা দেওয়া হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার (সাতক্ষীরা-১) সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, মাসুরার পিতা মো: রজব আলীসহ পরিবারের সদস্যরা, উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুদে মেয়ে ফুটবলরসহ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্টানের কৃতি এই ফুটবলাকে ৫০ হাজার টাকা মূল্যের প্রাইজ বন্ড ও তার জন্ম স্থান উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামে একটি ঘর নির্মান করে দেওয়ার অঙ্গিকার করা হয়। এসময় মাসুরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ও বাফুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফুটবল টিমের সকল সদস্যদের অর্থিক সচ্চলতার জন্য স্থায়ীভাবে বেতন চালু করার দাবি জানান। এক প্রশ্নের জবাবে জানান তার প্রিয় খেলোয়াড় কৃষ্ণা চাকমা। এছাড়া তার এই পর্যায়ে আসার জন্য তার বাবা, মা ও কোচদের অগ্রণী ভূমিকা রয়েছে বলে জানান। মাসুরা পারভীন কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের মেয়ে। পরিবারের জন্য ঐ গ্রামে স্থায়ী বাসস্থান দাবি করেন তিনি। এছাড়া তার ও তার দলের জন্য দোয়া প্রার্থনা করেছেন যাতে জয়ের ধারা অব্যহত রাখতে পাওে এবং দেশের জন্য আরো কিছু করতে পারে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com