Home
 
ঝিকরগাছা গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে
উপ পরিচালক রফিকুল হাসান

আজকের কলারোয়া - 30/04/2024
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় "বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)' প্রকল্পেরর কার্যক্রম পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব)  মো: রফিকুল হাসান। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় তিনি ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম পরিদর্শন করেন। উপ-পরিচালক রফিকুল হাসান বলেন, গ্রাম আদালত হচ্ছে সরকারের আইনি আদালত। নাম মাত্র খরচে স্থানীয় ভাবে ছোট খাটো বিরোধ নিস্পত্তি করতে পারে। এছাড়া উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনার জন্য গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করার জন্য বলেন। এছাড়া তিনি, গ্রাম আদালতের আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলার নথি সংরক্ষন ও সকল রেজিস্টার আপডেট করার নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নিবাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রাহমান, ইউপি সচিব মোঃ হেলাল হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ নুর হোসেন, ইউপি সদস্য ও ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশরা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com