Home
 
সাতক্ষীরায় দুই পুলিশ সদস্যসহ আরো ১০ জনের
করোনা সনাক্ত, মোট - ৯৮

আজকের কলারোয়া - 19/06/2020
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ১৯ জুন, ২০২০ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ এবং ১৭২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ফলাফলে সাতক্ষীরার ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জেলা থেকে এ পর্যন্ত যশোর ও খুলনার ল্যাবে ১৪৯১টি নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট এসেছে ১০৩৭টি। প্রাপ্ত রিপোর্টে জেলায় মোট ৯৮ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এদিকে আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ল্যাবের রিপোর্ট এলেও খুলনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সাধারণত খুলনার রিপোর্ট সন্ধ্যার দিকে পাওয়া যায়। এদিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুত্রে জানা যায়, কলারোয়া থানার এএসআই আসাবুর রহমান এবং সাতক্ষীরা পুলিশ লাইনের হাবিলদার হাফিজুর রহমান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ লাইনে কর্মরত একজন ক্লিনারও রয়েছেন।


 গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com