Home
 
নাসিমের মৃত্যুতে ফেসবুকে আপত্তিকর পোস্ট
কলারোয়ায় আওয়ামীলীগ নেতার নামে মামলা

আজকের কলারোয়া - 19/06/2020
আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্ময় মনিরের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা করেছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর হোসেন। রবিবার (১৪ জুন) রাতে কলারোয়া থানায় এ মামলাটি রেকর্ড করা হয়। অভিযুক্ত আওয়ামী লীগে নেতা মন্ময় মনির সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত, অয়েজ উদ্দীনের ছেলে। তিনি সাতক্ষীরা সদরের আলীপুর সীমান্ত কলেজের প্রভাষক হিসেবে কর্মরত। কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন জানান, আ.লীগের বর্ষিয়ান নেতা নাসিমের মৃত্যুর পর শনিবার রাতে মন্ময় মনির তার নিজস্ব ফেসবুক আইডিতে নাসিমের মৃত্যু নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেন। তিনি বলেন, ফেসবুকে এধরনের আপত্তিকর পোষ্ট দেখে দেখে আমি মর্মাহত হয়েছি। তিনি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এবিষয়টি আমি উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলোচনা করে তার এই আপত্তিকর ফেসবুক পোস্টের প্রতিবাদে থানায় মামলা দায়ের করেছি। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ফেসবুকে আপত্তিকর পোষ্ট করায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ২০১৪ সালের উপজেলা আওয়ামী লীগের কমিটিতে মন্ময় মনির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। মূলত তার বাড়ি সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকায়। তবে, তিনি সম্প্রতি তিনি কলারোয়া সদরের মুরারিকাটি এলাকায় শ্বশুরবাড়ির জামিতে স্থায়ী বসবাস শুরু করছেন। এ বিষয়ে জানতে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্ময় মনিরের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গিয়াস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ এনে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন একটি অভিযোগ দেন। অভিযোগটি আমলে নিয়ে রবিবার রাতে মন্ময় মনির নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে (মামলা নং-১১)। তিনি বলেন, তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পুলিশ অভিযান পরিচালনা করছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com