Home
 
মেয়াদ শেষ হওয়ায়
৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন

আজকের কলারোয়া - 17/04/2022
জেলা পরিষদের চলতি মেয়াদ শেষ হওয়ায় ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছে সরকার। প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অথবা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ বিলুপ্ত হয়েছে। এমতাবস্থায় জেলা পরিষদ আইনের ধারা ৮২ অনুযায়ী সরকারের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত আইনের ধারা ৭৫-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের ওপর দায়িত্ব অর্পণ করা হলো। জেলা পরিষদ আইন অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com