Home
 
কলারোয়ায় ভারতীয় মদসহ আটক ১
আইন ও আদালত - 14/04/2018
কলারোয়ায় ভারতীয় মদসহ এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ভ্যান চালক আব্দুল গফফার শেখ (৪৫) ওই গ্রামের মৃত জিয়াদ আলী মিস্ত্রির ছেলে। জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে গফফারকে তার বাড়ি থেকে ৪ বোতল ভারতীয় বাংলা মদসহ আটক করেন থানার এসআই সোলায়মান। উদ্ধারকৃত মদের ওজন ২কেজি ৩’শ গ্রাম। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।


 গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com