শার্শা উপজেলায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনেউপ-পরিচালক রফিকুল হাসান
15/05/2024
উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনার জন্য গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার নির্দেশ দিলেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) রফিকুল হাসান। বুধবার (১৫ মে) সকালে যশোর শার্শা উপজেলার বাহাদুরপুর ও বাগআচড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, গ্রাম আদালত সরকারের আইনি আদালত। গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ করতে হবে এবং আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা করে উক্ত মামলা নিষ্পত্তি করার জন্য ইউপি চেয়ারম্যান নির্দেশ দেন। একইসাথে স্থানীয়ভাবে ছোটোখাটো ...বিস্তারিত
|
কলারোয়ার গয়ড়া বাজারে কাস্টমসের অভিযাননার্গিস ইটভাটা সিলগালা
26/04/2018
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে আয়কর আদায়ে অভিযান পরিচালনা করলো সাতক্ষীরা কাস্টমস্ এন্ড ভ্যাটের কর্মকর্তারা।
বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে অভিযান পরিচলিত হয়।
বাজারের জামান মুদি ও আলিম মুদি স্টোরকে ৭ হাজার টাকা সোনালী ব্যাংকে পরিশোধ করার জন্য নোটিস ধরিয়ে দেন।
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান- ‘সাতক্ষীরা কাস্টমস্ হতে ইনকাম ট্যাক্স অফিসাররা এসেছিলেন বাজারের বড় বড় ব্যবসায়ীরা কারা ইনকাম ট্যাক্স দিচ্ছে বা দিচ্ছে না কিংবা কারোর বকেয়া আছে কিনা সেটা যাচাই-বাছাই ও সতর্ক করার জন্য।’ তিনি আরো জানান- ‘কাস্টমস্ অফিসাররা ইউনিয়নের ৩টি ইট ভাটায়ও...বিস্তারিত
|
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
25/04/2018
স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী মাশহুদা সুলতানাকে হত্যার দায়ে একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র স্বামী আবদুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদ্বন্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো.আশরাফুল ইসলাম জনাকীর্ন আদালতে এই রায় ঘোষনা করেন। আসামি আব্দুল কুদ্দুস এ সময় আদালতে উপস্থিত ছিলেন সাজা প্রাপ্ত আসামী আব্দুল কুদ্দুস (২৫) খুলনা জেলার পাইকগাছা উপজেলার শ্রকিন্ঠপুর গ্রামের মৃত মহিউদ্দীন সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা স...বিস্তারিত
|
কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকএক বাংলাদেশিকে হস্তান্তর
25/04/2018
ভারতে আটক এক বাংলাদেশিকে কলারোয়ার ভাদিয়ালী সীমান্তে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।
হস্তান্তরকৃত জুয়েল রানা (২৬) পটুয়াখালীর মরিচ বুনিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ভাদিয়ালী সীমান্তের ১৩/৩ এসএর ৬ আরবির ১নং পোস্টের নিকট বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে তাকে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়- জুয়েল রানা অবৈধভাবে বিনা পার্সপোটে ভারতে প্রবেশ করলে সেখানকার হাকিমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে ভারতের হাকিমপুর ক্যাম্পের এসআই বাদুরিয়া ও বাংলাদেশের কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদা...বিস্তারিত
|
কলারোয়ায় জামায়াতের অর্থদাতাজাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ
25/04/2018
কলারোয়ায় জামায়াতের এক অর্থদাতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ২৫ এপ্রিল বেলা ১২টার দিকে উপজেলার ওফাপুর এলাকা থেকে সে গ্রেফতার হয়। গ্রেফতার জাহাঙ্গীর আলম (৫০) ওফাপুর গ্রামের মৃত কাশেম আলী মোড়লের পুত্র।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা মামলার ৩/২(১৮) আসামি ও জামায়াতের অর্থদাতা জাহাঙ্গীরকে থানা পুলিশের একটি টিম গ্রেফতার করেছে। দুপুরে তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
স্থানীয়রা জানায়- কলারোয়া উপজেলার জামাতের দূর্গ খ্যাত গাজনা-ওফাপুর এলাকার ত্রাস জাহাঙ্গীর আলম জামাত-শিবিরের নাশকত...বিস্তারিত
|
কলারোয়ায় এলজিইডির রাস্তানিন্মমানের ইট দিয়ে কাজ করার অভিযোগ
23/04/2018
কলারোয়ার কাজীরহাট থেকে কেরালকাতা অভিমুখে এলজিইডির রাস্তায় নিন্মমানের ইট দিয়ে কাজ করার অভিযোগ করেছেন এলাকাবাসীর।
সোমবারে গ্রামবাসীসহ রঘুনাথপুর ও ধানঘরার মেম্বার মোখলেছুর রহমান ও হাফিজুর রহমান রাস্তায় নিন্ম মানের ইট ব্যবহার না করার জন্য বলায় ঠিকাদার গ্রামবাসীদের সাথে খারাপ ব্যবহার করেন বলে জানান রঘুনাথপুর গ্রামের আরশাদ আলী ভুট্ট। গ্রামবাসীর দাবি ১নং ইট দিয়ে রাস্তা তৈরি করার।
নিন্মমানের ইট দিয়ে রাস্তা তৈরির বিষয়ে ঠিকাদার হেলাল উদ্দীন জানান- ইটের দাম বৃদ্ধি পাওয়ায় নিন্মমানের ইট ব্যবহার করার অনুমতি পেয়েছেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনি...বিস্তারিত
|
কলারোয়ায় গাঁজাসহ এক মহিলা ইয়াবাসহ এক যুবককে আটক
14/04/2018
কলারোয়ায় গাঁজাসহ এক মহিলা আর ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
১৩ এপ্রিল শুক্রবার রাতে পৃথক অভিযানে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো- ১’শ গ্রাম গাঁজাসহ উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত মমিন শেখের মেয়ে জহুরা বেগম (৪৫) এবং ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ভোলা জেলার ফরিদ ডিলারের পুত্র মো.পারভেজ (২৮)।
থানা সূত্রে জানা গেছে- ১৩ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশের পৃথক টিম উপজেলার দলুইপুর গ্রামের মেমোরিয়াল ক্লিনিকের সামনে থেকে পারভেজকে ২০পিচ ইয়াবাসহ আটক করে।
একই রাত সাড়ে ৭টার দিকে জহুরাকে তার বাড়ি থেকে ১’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গোপন সংবাদ...বিস্তারিত
|
কলারোয়ায় ভারতীয় মদসহ আটক ১
14/04/2018
কলারোয়ায় ভারতীয় মদসহ এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ভ্যান চালক আব্দুল গফফার শেখ (৪৫) ওই গ্রামের মৃত জিয়াদ আলী মিস্ত্রির ছেলে।
জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে গফফারকে তার বাড়ি থেকে ৪ বোতল ভারতীয় বাংলা মদসহ আটক করেন থানার এসআই সোলায়মান। উদ্ধারকৃত মদের ওজন ২কেজি ৩’শ গ্রাম।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বল...বিস্তারিত
|
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে যুবককে মারপিট
05/04/2018
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে নুরুল ইসলাম নামের এক যুবককে ব্যাপক মারপিট করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের একটি মাছের ঘেরে। আহত নুরুল ইসলাম (৩৪) পার্শ্ববর্তী রায়টা গ্রামের মৌলভী রুহুল আমীনের পুত্র। আহত নুরুল ইসলাম জানান, ‘মঙ্গলবার দুপুরে নীলকন্ঠপুরের একটি মাছে ঘেরের জমিতে রোপনকৃত বোরো ধানে পানি দিতে যান তিনি। শ্যালো মেশিন স্টার্ট করে মেশিনঘরে টোঙে শুয়ে ছিলেন। কিছুক্ষণ পর অপরিচিত এক ব্যক্তি টোঙ ঘর এলাকায় ঘোরাফেরা করে চলে যায়। এর পরপরই ৭/৮জন ব্যক্তি ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তার কাছে ইয়াবা ...বিস্তারিত
|
চলাচলের রাস্তা বন্ধের পায়তারাকলারোয়ায় অবরুদ্ধ ১১টি পরিবার
05/04/2018
কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের পশ্চিম পাড়ায় ৪০ বছরের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধের পায়তারা চলছে।
রাস্তাটি বন্ধ হয়ে ওই এলাকার ১১টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়বে।
জানা যায়- ওই এলাকার বাসিন্দা আরব আলী দিন দশেক আগে বালি ভর্তি ট্রলি নিয়ে বাড়ি যাওয়ার সময় রাস্তার মাঝে আটকে দেয় প্রতিবেশি তৈয়ব আলী খোকন, তার ছেলে আছরিকুল ও আফছারের ছেলে কবিরুল। এ সময় আরব আলীর স্ত্রী তাজমীরা ও মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী তানিয়া খাতুন ট্রলিটি আটকিয়ে দেয়ার প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদেরকে তৈয়ব ও আছরিকুল বেধারক মারপিট করে।
ওই ঘটনার পর কলারোয়া...বিস্তারিত
|
|