Home
 
ফিফার সহ-সভাপতি হতে ইচ্ছুক ম্যারাডোনা
আজকের কলারোয়া - 09/06/2015
সেপ ব্লাটারের পদত্যাগের পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা, ফিফার সভাপতি পদটি খালি হয়ে পড়ে। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা জানিয়েছেন, নতুন নির্বাচনে যদি জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন সভাপতি পদে নিযুক্ত হন, তাহলে তিনি সংস্থাটির সহ-সভাপতি হওয়ার সুযোগ নেবেন। ব্লাটারের পদত্যাগের পর ফিফার নতুন সভাপতি নির্বাচন করতে বিশেষ কংগ্রেস ডাকা হবে বলে জানায় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা বলেন, আমি ফিফার সহ-সভাপতি হতে পারি, যদি প্রিন্স আলি সভাপতি নির্বাচিত হন। আর ফিফার সহ-সভাপতির দায়িত্ব পেলে আমি সকল দুর্নীতির বিরুদ্ধে কাজ করব। সব কিছু পরিস্কার করে ফেলব। ম্যারাডোনা আরও যোগ করেন, আমি মনে করি সভাপতির পদে থেকে ব্লাটার অনেক দুর্নীতি করেছেন। আর গ্রেফতারের ভয়েই তিনি দ্রুত পদত্যাগ করেন। এর আগে ফিফার সভাপতি হিসেবে জয়ী হন সেপ ব্লাটার। পঞ্চম মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার দৌড়ে ব্লাটার আলি বিন আল হুসেইনকে হারান। জুরিখে অনুষ্ঠিত ফিফার ৬৫তম কংগ্রেসে ২০৯টি ভোটের মধ্যে ব্লাটার পান ১৩৩টি ভোট। ব্লাটারকে চ্যালেঞ্জ জানানো আল হুসেইন পান ৭৩টি ভোট। বাকি তিনটি ভোট বাতিল বলে গন্য হয়। ফিফার সভাপতি হওয়ার জন্য প্রথম দফা ভোটে দুই- তৃতীয়াংশ ভোট প্রয়োজন ছিল। সেটি না হওয়ায় দ্বিতীয় দফা ভোটের প্রয়োজন পড়ে। কিন্তু, দ্বিতীয় দফা ভোটের কোনো সুযোগ না নিয়ে আল হুসেইন নিজের নাম প্রত্যাহার করে নেন। গত ০২ জুন পদত্যাগের ঘোষণা দেন ৭৯ বছর বয়সী ব্লাটার। দুর্নীতির অভিযোগের জের ধরে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পঞ্চমবারের মতো ফিফার সভাপতি হিসেবে পুননির্বাচিত হওয়ার চার দিনের মধ্যেই তিনি এ ঘোষণা দেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com