Home
 
কলারোয়ায় ইউপি সদস্যসহ ৮ জন আটক
আজকের কলারোয়া - 24/09/2015
কলারোয়ায় পৃথক অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ ৮ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার চন্দনপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে আব্দুল আলিম (৩৪) শ্রীপতিপুর গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (২৬) ও আমিনুর রহমানের ছেলে খোকা মেম্বার (৩৪) বামনআলী গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে আনারুল ইসলাম (৩০) আতিয়ার রহমানের ছেলে আমিরুল ইসলাম (২০) ও মৃত এলাহি বক্সসের ছেলে শফিকুল ইসলাম (২২) কলারোয়া পৌরসদর তুলশিডাঙ্গা গ্রামের মৃত রমজান আলির ছেলে আনোয়ার আলি পলাশ (৩৪) ও তালা উপজেলার কানায়দিয়া গ্রামের শেখ লুতফর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৪)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, থানায় টিআর, সিআর, জিআর, ননজিআর মামলার ওয়ারের্ন্টভুক্ত ও জুয়া মামলার আসামী হাওয়ায় আসামিদের নিজ নিজ বাড়ি ও জুয়ার আসর থেকে থানার এসআই তানভীর আহম্মেদ, এএসআই ইকবল মাহমুদ,নজিবুর,মিজান ও লিটনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদেরকে আটক করেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com