Home
 
কলারোয়ায় ৪ জামায়াত কর্মী আটক
আজকের কলারোয়া - 13/08/2016
কলারোয়ায় থানা পুলিম অভিযান চালিয়ে ৪ জামায়াত কর্মীকে আটক করেছে। শুক্রবার ভোরে উপজেলা কলাটুপি প্রাইমারি স্কুল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার সরসকাটি ক্ষেত্রপাড়া গ্রামের ওমর গাজির ছেলে আনছার গাজি (৪৮),গাজনা গ্রামের বুদু মোল্লার ছেলে হযরত আলি (৪৯), শ্রীরামপুর গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০),ও গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম আলি মন্ডলের ছেলে ইসমাইল মন্ডল (৫১)। আটককৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা নং (৩),২৭/৭/১৬ থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com