|
কলারোয়ায় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
আজকের কলারোয়া -
13/08/2016
কলারোয়ায় ঢাকা পরিবহন সোহাগ কাউন্টারে অভিযান চালিয়ে বেগুনভর্তি বস্তা থেকে ভারতীয় ফেনসিডিলসহ আকরাম হোসেন নামে (৪০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিআইডি পুলিশ। রোববার রাত সাড়ে ১০ টার দিকে কলারোয়া পৌর সদরের হাইস্কুল মার্কেটের সোহাগ কাউন্টার থেকে ১১০ বোতল ফেনসিডিল তাকে আটক করা হয়। আটক ফেনসিডিল ব্যবসায়ী তালা উপজেলার পাটকেলঘাটা থানার পাচঁপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। সাতক্ষীরা সিআইডি পুলিশ ইনস্পেক্টর মেজবাউদ্দীন জানান, রোববার ওই সময় তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন. এক মাদক ব্যবসায়ী বেগুনভর্তি বস্তার মধ্যে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাওয়ার জন্য কলারোয়া সোহাগ কাউন্টারে বসে আছে। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহন কলারোয়ায় পৌচানোর আগেই তিনি তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই কাউন্টারে অভিযান চালায়। এ সময় ওই কাউন্টারে রাখা বেগুনভর্তি একটি বস্তা থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আকরাম হোসেনকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় আটক আকরামকে থানায় সোপর্দ করা হয়নি বলে থানার ওসি তদন্ত শফিকুর রহমান জানান।
|