Home
 
কলারোয়ায় বিদেশী পিস্তল, ৪ রাইন্ড গুলিসহ
মনিরুল গ্রেফতার

আজকের কলারোয়া - 13/08/2016
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ রাইন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ মনিরুল ইসলাম নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার দক্ষিন বহুড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার কাজীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, তার বিরুদ্ধে কলারোয়ায় ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে। কলারোয়া থানার কাজীরহাট এলাকার বিট অফিসার এস আই মুন্সী মাফিজুর রহমান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন কলারোয়া থানার জিআর ১৫৬/১৩ নং মামলার পলাতক আসামী মনিরুল ইসলাম (৩০) কাজীরহাট বাজারে ঘোরাফেরা করছে। পরে তার নেতৃত্বে থানার এ এস আই আব্দুল কাদেরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই বাজার থেকে তাকে গ্রেফতার করেন। পরে তার দেহ তল্লাশী করে কোমরে থাকা একটি ৪ রাইন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, মনিরুলের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com