Home
 
কলারোয়ায় দুই ব্যক্তি আটক
আজকের কলারোয়া - 25/10/2016
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক আসামীসহ ২ ব্যক্তিকে আটক করেছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে শফিকুল ইসলাম (৪৭) ও উপজেলার মানিকনগর গ্রামের আব্দুল হকের ছেলে মেহেদী হাসান কাজল (৩২)। আটককৃতদের বিরুদ্ধে কলারোয়ায় থানায় ওয়ারেন্ট ও নাশকতার অভিযোগ থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com