|
কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৭জন আটক
আজকের কলারোয়া -
25/10/2016
কলারোয়া সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
সোমবার দুপুরে উপজেলার কাকডাঙ্গা বিওপি’র মেইন পিলার ১৩/৩ এস ৬ আরবীর নিকট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইফেল গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে ওবাইদুল মোল্যা (৪৫) একই গ্রামের লাল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৫৫) লিয়াকত হোসেনের ছেলে রুহুল হোসেন (২২), খুুলনা জেলার কয়রা থানার খিরাইল গ্রামের জিল্লু গাজির ছেলে মহাসিন গাজি
(২৪) ও নড়াইল জেলার কালিয়া থানার যাদবপুর গ্রামের মিলন মুুন্সির স্ত্রী হোসনে আরা খাতুন (২৫),
পিরোজপুর জেলার মটবাড়ি থানার দূর্গাপুর গ্রামের আব্দুল হক মোল্যার ছেলে নজরুল ইসলাম (৩০) ও শ্যামনগর থানার বাধোঘাটা গ্রামের রুহল আমীনের ছেলে আরিফ হোসেন (২৫)।
কাকডাঙ্গা বিওপি’র ল্যান্স নায়েক কামরুল ইসলাম জানান, সোমবার ওই সময় কাকডাঙ্গা বিওপি’র অধীনে ভাদিয়ালী সীমান্তে সোনাই নদীর পাড়ে টহল দিচ্ছিল। এ সময় উক্ত ব্যক্তিরা ওই সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৬ আরবীর নিকট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করে। পরে বিকালে তাদেরকে থানা পুলিশে সোর্পদ করে।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে তানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানান।
|