Home
 
আটক দুই ভারতীয় নাগরিককে
বিএসএফ এর কাছে হস্তান্তর

আজকের কলারোয়া - 25/10/2016
কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার বিকালে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের ১৩/৩ এস এর ৫ আরবি’র নিকট কেঁড়াগাছি নামক স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিএসএফ’র নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা হলো- ভারতের হুগলি জেলার শিব থানার মনহর মল্লিক পাড়ার শেখ রেজাউল করিমের ছেলে শেখ শহিদ (২৫) ও শেখ শহিদ হোসেনের বোন আফরোজা খাতুন (২২)। উপজেলার কাকডাঙ্গা বিওপি’র কোম্পানী কমান্ডার ওমর ফারুক জানান, গত শনিবার রাতে ওই ভাই-বোন ভারতের তারালী সীমান্তের সোনাই নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় ঘোরা-ফেরা করছিল। এ সময় কাকডাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে ভারতের তারালি বিএসএফ ক্যাম্পে পত্র প্রেরন করেন। রোববার বিকালে ওই সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করেন বিজিবি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com