|
কলারোয়ায় ষষ্ট শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধষর্ন, আটক - ১
আজকের কলারোয়া -
06/03/2017
কলারোয়ায় ষষ্ট শ্রেনীর এক স্কুল ছাত্রীকে জোর পূর্বক রাস্তা থেকে ধরে নিয়ে ধর্ষণ করেছে এক লম্পট। এলাকাবাসী লম্পট যুবকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খোরদো বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, ওই ছাত্রীর খালা বাদী হয়ে এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-৩(৩)১৭ দায়ের করেছে।
লম্পটকে পুলিশ আটক করেছে।
ধর্ষিতার খালা জানান, গত ২৩ফেব্রুয়ারী সকাল ৬টার দিকে প্রাইভেট পড়ার জন্য তার বান্দবীর ড়ীতে যওয়ার পথে খোরদো খ্রীষ্টান পাড়া এলাকার সতিশ মন্ডলের ছেলে লোকাস মন্ডল (৪৫)তাকে রাস্তায় একা পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পাশ্ববর্তী খোরদো বাজারের জয়দেব সেনের পরিতাক্ত ঘরের মধ্যে নিয়ে যায়। এবং জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনাটি ওই সময় মাদরাসা পড়ুয়া ছাত্রী ভয়তে কাউকে বলেনি।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই ছাত্রী রাস্তা দিয়ে একা তার বান্দবীর বাড়ীতে যাওয়ার পথে লম্পট লোকাস মন্ডল তাকে আবারও জোর পূর্বক ধরে একই স্থানে নিয়ে যায়। সেখানে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই ছাত্রীর চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও লম্পট লোকাস মন্ডলকে আটক করে পুলিশ নিকট সোপর্দ করে।
|