|
কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটির সভা, ক্লাবের নির্বাচন ১৩ মে
আজকের কলারোয়া -
17/04/2017
কলারোয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামি ১৩ মে অনুষ্ঠিত হবে।
শনিবার রাতে কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয।
ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রহিম বাবুকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অপর ২ সদস্য হলেন: অধ্যাপক রেজাউল ইসলাম ও রাশেদুর রহমান খান চৌধুরী।
সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, আশরাফুজ্জামান মিঠু, আজিজুল হাসান, রেজাউল করিম লাভলু, শেখ জামিল হোসেন, মোস্তফা অহিদুজ্জামান, মীর রফিকুল ইসলাম, রমজান আহমেদ, হেলাল হক, আজাদুর রহমান খান চৌধুরী, রজিবুল ইসলাম, রবিউল হাসান, পরিতোষ কুমার পাল, উৎপল কুমার সাহা, হবিবর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ফজলুল হক লাকু রবিউল ইসলাম প্রমুখ।
|