|
কলারোয়া প্রেসক্লাবনির্বাচন পরিচালনা কমিটি গঠন
আজকের কলারোয়া -
21/08/2017
কলারোয়া প্রেসক্লাবের নিয়মিতদ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলারোয়া পাইলট হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত আহবায়ক কমিটির সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টুকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- কলারোয়া সরকারি কলেজের গনিত বিভাগের প্রভাষক জিএম শাহনেওয়াজ আলম ও ইংরেজী বিভাগের প্রভাষক টিএম মঞ্জুর আজাদ।
নির্বাচন পরিচালনা কমিটিকে আগামি ২৫/৮/২০১৭ ইং তারিখের মধ্যে কলারোয়া প্রেসক্লাবের নিয়মিত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য গোলাম রহমান, সহকারী অধাপক কেএম আনিছুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ও আব্দুর রহমান।
|