|
কলারোয়ার বোয়ালিয়া কলেজঅধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ
আজকের কলারোয়া -
21/08/2017
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে ও নামে প্রতিষ্ঠিত কলারোয়া উপজেলার একমাত্র কলেজ বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ। সেই কলেজে বীর মুক্তিযোদ্ধার অসম্মান করার প্রতিবাদে এবার সমাবেশ করলো ওই এলাকার সচেতন জনগণ।
উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অবৈধ গভর্নিং বডি বাতিল ও অধ্যক্ষ ফারুক হোসেনের অপসারণ ও শাস্তির দাবিতে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সচেতন নাগরিক কমিটির আয়োজনে কলেজ চত্বরে শত শত এলাকাবাসি প্রতিবাদ সমাবেশে যোগ দেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সচেতন নাগরিক কমিটির আহবায়ক স্থানীয় ৫নং কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী বিশ্বাস, মাস্টার নজরুল ইসলাম, শাহিনুর রহমান, রেজাউল ইসলাম, শেখ রুহুল কুদ্দুস, আব্দুল গফুর, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুর রহিম, হাবিবুর রহমান, মধুসদন পাল, ইউপি সদস্য আবুল কাশেম, বিল্লাল হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশটি পরিচালনা করেন আ.লীগ নেতা রুহুল কুদ্দুস।
সমাবেশে বক্তারা বলেন- রাজাকার পুত্র ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং অবৈধ নিয়োগধারী বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেনের অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার।
তারা বলেন- অবৈধভাবে নিয়োগকৃত ও জাল সনদধারী অধ্যক্ষ যাতে কলেজে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে দূর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা অবিলম্বে অবৈধ গভর্নিং বডি বাতিল করার দাবি জানান।
উল্লেখ্য- সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের গভির্নিং বডির নতুন সভাপতি হিসাবে কলারোয়া যুদ্ধকালীন কমান্ডার বর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের নামে ডিও লেটার প্রদান করেন। কিন্তু কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন সেই ডিও লেটার গোপন করে সাবেক সভাপতি ভুট্টোলাল গাইনের নাম দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন। বিষয়টি পরে ফাঁস হয়ে পড়ে। এ ঘটনা নিয়ে কেঁড়াগাছি ইউনিয়ন ব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে।
|