|
কলারোয়ায় বিনামূল্যে গাছের চারা বিতরণ
আজকের কলারোয়া -
21/08/2017
কলারোয়ায় সীমান্ত বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভাধীন ঝিকরায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত বহুমূখী সমিতির সভাপতি বাবু গঙ্গা মনি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিনজন সঞ্চয়কারীকে পুরষ্কার বিতরণ করা হয় এবং সদস্য ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩’শত গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন ।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজসেবক মোশারফ হোসেন, অন্তর আলী, আশুরা খাতুন, শরীফুল ইসলাম প্রমুখ।
|