|
কলারোয়ার চন্দনপুরের জাতীয় শোক দিবস পালিত
আজকের কলারোয়া -
21/08/2017
যথাযোগ্য মর্যাদায় কলারোয়ার চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকারে এ উপলক্ষে স্কুল চত্বরে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলেচান সভায় স্কুল কমিটির সভাপতি শহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। এসময় স্কুলের এসএমজি কমিটির সদস্য ডা.শামুসুর রহমান লাল্টু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল আলম, শিক্ষক আবু সিদ্দিক, চৈতালী মুখার্জী, সমাজসেবক শওকত আলী, দেবব্রত কুমারসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।
এদিকে অনুরূপভাবে চন্দনপুর দাখিল মাদরাসা, চন্দনপুর ইউনাইটেড কলেজ, চন্দনপুর হাইস্কুল, হিজলদী কমিউনিটি ক্লিনিকসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
|