|
কলারোয়ার কেরালকাতায় আ.লীগেরপৃথকভাবে জাতীয় শোক দিবস উদযাপন
আজকের কলারোয়া -
21/08/2017
কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়নে পৃথকভাবে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উদযাপন করেছে আ.লীগ এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
মঙ্গলবার সকালে আওয়ামীলীগের উদ্যোগে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, কাজীরহাট বালিকা বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের অপর গ্রুপ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশদ আলী। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ.সভাপতি সরদার মুজিব, কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, উপজেলা যুবলীগেরর সভাপতি আসাদুজ্জামান শাহাজাদা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
|