|
কলারোয়ায় আ.লীগের (একাংশ) জাতীয় শোক দিবস পালন
আজকের কলারোয়া -
21/08/2017
কলারোয়ায় আওয়ামীলীগের (একাংশ) উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দলটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে উপজেলা ও পৌর আ.লীগ মঙ্গলবার ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বের করা হয় মিছিল। দুপুরে আয়োজন করা হয় কাঙালি ভোজের। মিছিলটি কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কলারোয়া কাছারি মসজিদ সংলগ্ন দলীয় অফিসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, বাবু বিশ্বাস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, আ.লীগ নেতা ডা.আমানুল্লাহ প্রমুখ।
এছাড়াও পৌর এবং উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
এদিকে, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের উদ্যোগে যথাযোগ্য ভাবে দিবসটি উদযাপন করা হয়। বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি রুবেল মল্লিকের নেতৃত্বে শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অপরদিকে, উপজেলার চন্দনপুর ইউনিয়নসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে অংশ নেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। সেসময় তার সাথে উপজেলা আ.লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চন্দনপুরে যুবলীগের অনুষ্ঠানে হারুনর রশীদ, নুরুল ইসলাম, ডালিম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|