Home
 
শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শের
অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে... লুৎফুল্লাহ এমপি

আজকের কলারোয়া - 21/08/2017
সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- শোককে শক্তিতে পরিণত করে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ১৫আগস্ট মঙ্গলবার কলারোয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও সাতক্ষীরা জেলা সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। ‘সুখী-সমৃদ্ধ’ সাতক্ষীরা গড়তে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ।। ওই সকল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ৮নং কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, কুশোডাঙ্গা ইউপি চেয়রম্যান আসলামুল আলম আসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি রামপ্রসাদ দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এড.আশরাফুল আলম বাবু প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com