|
কলারোয়ায় ‘রি-ইউনিয়ন ক্রিকেট ফেসটিভল- ১৭’দিবা-রাত্রির টুর্নামেন্ট’র ফাইনাল রাতে
আজকের কলারোয়া -
03/09/2017
বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে কলারোয়ায় অনুষ্ঠিত হচ্ছে জিকেএমকে পাইলট হাইস্কুল পূনর্মিলনী ক্রিকেট উৎসব। ঈদের পরদিন রবিবার হাইস্কুল মাঠে দিবা-রাত্রির এ টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে।
স্কুলের এসএসসির বিভিন্ন সালের বারোটি ব্যাচ খেলায় অংশ নিচ্ছে।
টুর্নামেন্টকে ঘিরে পূনর্মিলনী এ আয়োজনে বন্ধুদের পেয়ে স্মৃতির উৎসবে মেতেছে সকলে। পেশা আর কর্মজীবনের ব্যস্ততাকে পাশে রেখে সহপাঠী বন্ধুদের নিয়ে ঈদের আনন্দে আরো আনন্দিত হচ্ছে সবাই।
দিনভর চারটি গ্রুপে তিনটি করে দল পরষ্পর মুখোমুখি হয়। প্রতিটি গ্রুপের বিজয়ী দুটি দল দ্বিতীয় রাউন্ডে খেলছে।
রাতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
|