Home
 
কলারোয়ায় ‘রি-ইউনিয়ন ক্রিকেট ফেসটিভল- ১৭’
জেলার প্রথম দিবা-রাত্রির ক্রিকেট টুর্নামেন্টে

আজকের কলারোয়া - 05/09/2017
সাতক্ষীরা জেলার ইতিহাসে প্রথম দিবা-রাত্রির ক্রিকেট টুর্নামেন্ট ‘রি-ইউনিয়ন ক্রিকেট ফেসটিভল- ১৭’ সফল ভাবে সম্পন্ন হয়েছে। সোমবার কলারোয়া ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কলারোয়া জিকেএমকে পাইলট হাই¯‹েুলর প্রাক্তন ছাত্ররা এ আকর্ষনীয় দিবা-রাত্রির ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। কলারোয়া পাইলট হাইস্কুলের ১৯৮৯ থেকে ২০০৫ সালের এসএসসি ব্যাচ নিয়ে মোট ১২টি দল গ্রুপ ভিত্তিক খেলায় অংশ গ্রহন করে। সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয়ে রাত ১২টায় ফাইনাল খেলার মধ্য দিয়ে দিনব্যাপী টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। দিবা-রাত্রির এই টুর্নামেন্ট চলাকালে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বাশি, ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে শেষ পর্যন্ত মাঠ উত্তাল করে রাখে। এসময় কয়েক হাজার দর্শকও খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের উৎসাহ প্রদান করেন। সোমবার টুর্নামেন্ট চলাকালীন সময়ে নিজ ব্যাচের বন্ধুদের কাছে পেয়ে স্মৃতির উৎসব মেতেছে উঠেছিল কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠ। সাথে ছিলো রাতের আকাশে বিভিন্ন প্রকার বাজি আর আলোর ঝলকানী। রাত সাড়ে ১১ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় এসএস সি-২০০৪ ও ২০০৫ ব্যাচের খেলোয়াররা। খেলায় ২০০৫ ব্যাচকে পরাজিত করে ২০০৪ ব্যাচ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় ২০০৪ সালের ব্যাচের সোপান। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ ছিলো কলারোয়া রিপোর্টার্স কাব।এবছর টুর্নামেন্ট কমিটির সভাপতি নাসিম হায়দার শিমুল জানান, আমরা প্রতি বছর এ খেলার আয়োজন করে আসছি। তবে এ বছর দিবা-রাত্রির টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, মুলত কলারোয়া পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা ও সবাই মিলে আনান্দ করার জন্য এই সবের আয়োজন। তিনি জানান, আগামী বছর এর চেয়ে আরো বেশী টুর্নামেন্টটি আকর্ষনীয় করা হবে এবং দলের সংখ্যাও বৃদ্ধি পাবে। তিনি সফল ভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় কলারোয়াবাসীর প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে বলেন, আমরা আগ্রহ আরো বৃদ্ধিও জন্য কলারোয়ার শক্তিশালী সাংবাদিক সংগঠন কলারোয়া রিপোর্টার্স কাব টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে। তিনি রিপোর্টার্স কাবের কর্মকর্তাদের টুর্নামেন্টে কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com