|
কলারোয়ায় ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত
আজকের কলারোয়া -
05/09/2017
কলারোয়ায় ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের আলাইপুর দক্ষিণপাড়ায় ওই গাদন টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঈদের পরদিন রবিবার বিকেলে ৮দলীয় গাদন টুর্নামেন্টের ফাইনালে পাচঁপোতা গাদন দল ১-০ গেমে আলাইপুর গাদন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
আলাইপুর তরুণ সংঘ এ খেলার আয়োজন করে। খেলাগুলোর রেফারির দায়িত্ব পালন করেন স্থানীয় ইউপি সদস্য সাহাজুদ্দি সরদার। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক ও কলারোয়া উপজেলা কবিতা পরিষদের সভাপতি কামরুল ইসলাম সাজু।
সমাজসেবক আব্দুর রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মুজিবুর রহমান, আব্দুল হান্নান, মাস্টার অহিদুজ্জামান টিপু, মাস্টার হাবিবুর রহমান, সাইদুর রহমান, মাওলানা সুলতান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকুল হোসেন।
|