Home
 
ক্ষেত্রপাড়া পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির নির্ব
নির্বাচন সম্পন্ন, সভাপতি জয়দেব, সম্পাদক মোশাররফ

আজকের কলারোয়া - 10/09/2017
কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সমিতির ৩১৬ জন ভোটারের মধ্যে ৩০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কলারোয়া সমবায় কর্মকর্তা নওশের আলি। আইন শৃংখলার দায়িত্বে ছিলেন কলারোয়া থানার ওসি তদন্ত জিয়াউর রহমান ,এস আই জাহাঙ্গীর,সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তারেক , রতন হাজরা শাহিনসহ ২০ জন পুলিশ সদস্য। তবে এ নির্বাচনে এর আগে সহ- সভাপতি পদে মাফুজার মোড়ল ও সাধারন সম্পাদক পদে সাংবাদিক মোশারফ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নর্বাচিত হয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে জয়দেব সাহা ছাতা প্রতিক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে আব্দুল্লাহ আল মামুন ফুটবল, সদস্যরা হলেন আজগার সানা, বজলুর রশিদ, আব্দুল খালেক, শেখ আমজাদ হোসেন, চায়না খাতুন, আনজুয়ারা, এসমোতারা, রুপিয়া খাতুন নির্বাচিত হয়েছেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com