Home
 
কলারোয়ার নবাগত ইউএনও’র সাথে
মাদরাসা শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাত

আজকের কলারোয়া - 18/09/2017
কলারোয়ার নবাগত ইউএনও মনিরা পারভীনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যান বহুমুখি সমবায় সমিতির নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে ইউএনও’র কার্যালয়ে ওই সাক্ষাত অনুষ্ঠিত হয়। নেতৃবন্দ এসময় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে সমিতির কার্যক্রম, নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও মাদরাসার ক্লাস সময়সূচি, সকল পরীক্ষা কেন্দ্র সরেজমিনে দেখে কেন্দ্র নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণ করার জন্য তাগিদ দিয়ে ইউএনও মনিরা পারভীন বলেন- শিক্ষক-কর্মচারীদের হাজিরা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল হাজিরা সিস্টেম বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন- সকল শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক বিষয়ে খোঁজ নেবো এবং ক্লাসে সময় মতো উপস্থিত থাকতে সচেতন হতে হবে। সমিতির সভাপতি এবিএম মহিউদ্দীন, সাধারণ সম্পাদক এটিএম রুহুল কুদ্দুস, সহকারী সুপার শাহাজান আলী, আবদুস সাত্তার, আবু ইউসুফ, মাছুম বিল্লাহ, মুকবুল হোসেন, নুরুল ইসলাম, বজলুর রহমান, মাহবুর রহমান, আ.মোনায়েম, আব্দুল গফফার, মনিরুল ইসলাম, প্রভাষক বজলুর রহমান, প্রভাষক রফিকুজ্জামান, সুপার আসাদুজ্জামান মনিসহ মাদরাসার প্রধানগন ও সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com