|
কলারোয়ার কাকডাঙ্গা মাদরাসায়ইসলামী সম্মেলন
আজকের কলারোয়া -
05/03/2018
কলারোয়ার কাকডাঙ্গায় বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা রবিবার রাতে ওই ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. একেএম আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ এড. মুস্তাফা লুৎফুল্যাহ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের উপর আলোচনা করেন ড. মুসলেহউদ্দীন, মাও. আবুল হায়াত (কুষ্টিয়া), আব্দুল আলিম (ঝিনাইদহ), প্রভাষক সাইফুল ইসলাম ইবাদুল্লাহ বিন আব্বাস, প্রভাষক শামছুল আলম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আনোয়ার এলাহি।
মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
|