|
১৩ মার্চ থেকে কলারোয়ায়১০ টাকা কেজি দরের চাউল বিক্রয় শুরু
আজকের কলারোয়া -
09/03/2018
আগামী ১৩ মার্চ থেকে কলারোয়ায় শুরু হচ্ছে ১০ টাকা কেজি দরের চাউল বিক্রয়। এনিয়ে উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা খাদ্য গুদাম ও খাদ্য পরিদর্শক মো: মাহমুদুল হাসান, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ডিলার-বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মোড়ল ধানদিয়া, মোখলেছুর রহমান রামকৃষ্ণপুর, লিয়াকত আলী সিংহলাল, মোসলেম আহম্মেদ জালালবাদ, শেখ সাগর হোসেন আলাইপুর, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী লাঙ্গলঝাড়া, কবিরুল ইসলাম লাঙ্গলঝাড়া, আল মামুন হোসেন বালিয়াডাঙ্গা, ওমর আলী দমদম, মাহাবুর রহমান মাদরা, সিরাজুল ইসলাম বারিকের মোড়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ হিজলদী বাজার, রবিউল ইসলাম গয়ড়া বাজার, মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার নাকিলা মোড়, গোলাম মোস্তফা সিংগা বাজার, রেজাউল ইসলাম হেলাতলা মোড়, শফিকুল ইসলাম ব্রজবাকসা বাজার, ইব্রাহীম হোসেন শাকদাহ বাজার, বীর মুক্তিযোদ্ধা এবাদুল্লাহ খোরদো বাজার, শেখ ফিরোজ আহম্মেদ যুগিখালী বাজার, মিঠু মোল্যা খোরদো বাজার ও আসাদুজ্জামান যুগিখালী বাজার প্রমুখ।
উল্লেখ্য-বাংলাদেশ সরকার দেশের অসহায় মানুষদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচী এর আওতায় ২০১৮ সালে খাদ্যশস্য বরাদ্দ দিয়েছে। প্রতিটি অসহায় মানুষ উপজেলার ১২টি ইউনিয়নে প্রতি কার্ডে ৩০কেজি হারে ১০ টাকা কেজিতে চাউল পাবেন ।
|