Home
 
চৌকস পুলিশ অফিসার পিন্টু লাল দাসের
বিদায় সংবর্ধান অনুষ্ঠিত

আজকের কলারোয়া - 17/03/2018
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাসের বদলিজনিত বিদায় সংবর্ধান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে থানার ওসি’র কার্যালয়ে ওই সংবর্ধান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ বলেন- ‘চৌকস পুলিশ অফিসার পিন্টু সাহস ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। বদলিজনিত চাকুরির কারণে সে যেখানেই দায়িত্বরত থাকবে সেখানে আইনশৃংখলা সমুন্নত রাখবে বলে আমি আশা প্রকাশ করছি।’ ওসি বিপ্লব দেব নাথ আরো বলেন- ‘চেইন অব কমান্ড পুুলিশের অন্যতম হাতিয়ার। সুশৃংখল বাহিনী হিসেবে পুলিশ সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তাসহ সার্বিক আইন-শৃংখলা সমুন্নত রাখতে সদা সচেষ্ট। ঊর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক এসআই পিন্টু লাল দাস কলারোয়া থানা থেকে সাতক্ষীরা সদর সার্কেল অফিসে বদলি হয়েছেন। একসাথে কাজ করার ফলে তাঁর সাথে সকলের বোঝাপড়া ছিলো অত্যন্ত চমৎকার। অন্যত্র বদলি হওয়ায় নতুন কর্মস্থলেও তেমনটা হবে বলে আমরা প্রত্যাশা করি।’ সদ্যবদলি হওয়া বিদায় সংবর্ধিত এসআই পিন্টু লাল দাস অনুষ্ঠানে বলেন- ‘দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি বিপ্লব দেব নাথের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তাঁর নির্দেশনায় কলারোয়া থানা এলাকা থেকে মাদক-সন্ত্রাস হ্রাসসহ আইনশৃংখলা স্বাভাবিক রাখতে সচেষ্ট ছিলাম।’ এসময় তিনি আবেগজনিত কন্ঠে নিজের জন্য আর্শিবাদ ও ভবিষ্যতে সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) জিয়াউর রহমান, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, এসআই বিপ্লব, এসআই জাহাঙ্গীর, এসআই ঈসমাইল, এসআই রইস, এএসআই শাহরিয়ার, এএসআই ইসহাক, এএসআই শাহীনসহ থানা পুলিশের অন্যান্য অফিসার ও সদস্যা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী এসআই পিন্টু লাল দাসকে শুভেচ্ছা উপহার তুলে দেন ওসি বিপ্লব দেব নাথ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com